Homeপ্রবাসের খবরওয়াশিংটনে মিউনিখ সিকিউরিটি সম্মেলন, উদ্বোধন হবে অফিস

ওয়াশিংটনে মিউনিখ সিকিউরিটি সম্মেলন, উদ্বোধন হবে অফিস

[ad_1]

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউনিখ লিডার্স মিটিং (MLM)’। যা বিশ্বব্যাপী নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অগ্রণী প্ল্যাটফর্ম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের (MSC) একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

এই বৈঠক এমন এক সময় আয়োজিত হচ্ছে, যখন ট্রান্সআটলান্টিক সম্পর্ক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন মার্কিন প্রশাসনের নেয়া পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ইউরোপকে কিছু কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে, আবার একইসাথে মার্কিন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নও তুলছে।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সর সিইও ও ভাইস-চেয়ার বেনেডিক্ট ফ্রাংকে বলেন, এমন সময়ে আমাদের উন্মুক্ত সংলাপ প্রয়োজন। মিউনিখ লিডার্স মিটিং সেই সুযোগ তৈরি করে, যেখানে কঠিন প্রশ্নও আলোচনায় আসতে পারে।

এই মিটিংয়ে অংশ নেবেন দুই পার্শ্বের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা, যারা নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার পথ খুঁজবেন। আলোচনাগুলো হবে খোলামেলা, ‘Chatham House Rule’ অনুযায়ী, যাতে অংশগ্রহণকারীরা মুক্তভাবে মতবিনিময় করতে পারেন।

এছাড়াও এই অনুষ্ঠানে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ওয়াশিংটন অফিস উদ্বোধন করা হবে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে একটি স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চায়। মিটিংয়ের পাশাপাশি ‘মিডল ইস্ট কনসালটেশন গ্রুপ (MECG)’ আয়োজন করবে গোপনীয় বৈঠক, যেখানে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হবে।

এদিকে আগামী ৭ মে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন অ্যাম্বাসেডর (অব.) ভল্ফগাং ইশিঞ্জার ও বেনেডিক্ট ফ্রাংকে। সাংবাদিকরা আগ্রহী হলে আগেই নিবন্ধন করতে পারবেন।

সামাজিক মাধ্যমে #MLMDC হ্যাশট্যাগ ব্যবহার করে আলোচনায় যুক্ত হওয়া যাবে এবং @MunSecConf অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে নিয়মিত আপডেট।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে রিও, নাইরোবি ও টোকিওতে অনুষ্ঠিত হয় এই লিডারস মিটিং। ২০২৫ সালের পরবর্তী আয়োজন হবে সৌদি আরবের কোনো শহরে, যা আরও একবার বৈশ্বিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সকে তুলে ধরবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত