Homeদেশের গণমাধ্যমেসাবেক এমপি ওমর ও তার স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ-৪ কোটি টাকা...

সাবেক এমপি ওমর ও তার স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ-৪ কোটি টাকা অবরুদ্ধ

[ad_1]

দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর ২৮ বিঘা জমি জব্দ ও তাদের নামীয় ৬৮ টি ব্যাংক হিসাবে থাকা ৪ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা এসব জমির অবস্থান রাজশাহীর তানোর উপজেলায়।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের মধ্যে ওমর ফারুকের নামে রয়েছে সাড়ে ১৫ বিঘা জমি ও ৫৭ ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ১১০ টাকা। অন্যদিকে তার স্ত্রী নিগারের নামে রয়েছে ১৩ বিঘা জমি এবং ১১ ব্যাংক হিসাবের ৬০ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা।

দুই আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে আছেন মর্মে তথ্য পাওয়া গেছে। তিনি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিভিন্ন দেশে বিপুল অর্থপাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

মামলার বিচার শেষ হওয়ার আগে তাদের নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তিগুলো জব্দ ও অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এমআইএন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত