Homeদেশের গণমাধ্যমেগাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

[ad_1]

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের শিকার নিরীহ মুসলিমদের সহায়তায় ১২ লাখ টাকার অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেন। পরে মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান।

চেক হস্তান্তরের পর মেয়র বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘ সময় ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।’

মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি চাই চট্টগ্রামের জনগণ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার টিমকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচিসহ দিনব্যাপী ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজন করব।’

এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’

এদিকে মেয়রের সম্মানে ফিলিস্তিন দূতাবাসে একটি সৌজন্য আপ্যায়নের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিলিটারি অ্যাটাসে কর্নেল মাহমুদ এম জে আলশাহাওনাহ, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আফিয়া ইবনাত প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত