Homeজাতীয়রাজনীতিতে বয়স দিয়ে বিচার অলস রাজনীতিবিদদের একটা সমস্যা: সারোয়ার তুষার

রাজনীতিতে বয়স দিয়ে বিচার অলস রাজনীতিবিদদের একটা সমস্যা: সারোয়ার তুষার


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “যেকোনো একটি প্রশ্নের গভীরে না গিয়ে বয়স দিয়ে বিচার করা হচ্ছে—এটা অলস রাজনীতিবিদদের একটা সমস্যা।”

তিনি বলেন, “আমরা, আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন প্রচুর তরুণ তৈরি হয়েছে—আন্দোলনে এসেছে কিংবা বিভিন্নভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। তাদের কথাগুলো আমরা শুধু ‘ও বাচ্চা, কিছু বোঝে না’ বলে উড়িয়ে দিই এবং কিছু বললেই বলা হয় ‘বয়স কম’—এই ধরনের মন্তব্য করা হয়, যা খুবই অফেন্সিভ।”

তিনি আরও বলেন, “আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে—ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল? ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিইনি বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে কথা বলতে পারব না? ১৯৭১ সাল নিয়ে আলাপ করতে পারব না?”

সারোয়ার তুষার বলেন, “যেকোনো একটি প্রশ্নের গভীরে না গিয়ে শুধু বয়স দিয়ে বিচার করা—এটা হচ্ছে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। এটা আমি নিজে ফেস করছি, কারণ আমাকে বিভিন্ন জায়গায় কথা বলতে হয় এবং বর্ষীয়ান রাজনীতিবিদদের সঙ্গে বসতে হয়।”

বর্ষীয়ান রাজনীতিবিদদের দিকে অভিযোগ করে তিনি বলেন, “যারা বলেন ‘আমাদের ৩৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা’, কিন্তু আমি দেখছি, যারা মাত্র ৩৬ দিন রাজনীতিতে এসেছে, তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, ভালো বোঝে। তাহলে ৩৬ বছর ধরে তারা কী দিয়েছেন বাংলাদেশের রাজনীতিকে?”

সূত্রঃ https://youtu.be/cgEzDwjhMgQ?si=-M4ltW58de1KvcBv





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত