Homeবিনোদনমেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

[ad_1]

নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।

গতকাল রাতে মেঘদলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গোলাপের নাম গানটি। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, অ্যালুমিনিয়ামের ডানা মেঘদলের তৃতীয় অ্যালবাম। এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। ‘গোলাপের নাম’সহ এরই মধ্যে ৭টি গান প্রকাশিত হয়েছে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করা হবে।‌

২০২২ সালে প্রকাশিত এই অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতামহলে সাড়া ফেলেছিল। মেঘদলের সদস্য মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাতে ব্যবহার হয়েছিল গানটি।

সর্বশেষ ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল অ্যালবামের টাইটেল গান। ওই বছরের আগস্টে অ্যালুমিনিয়ামের ডানা শিরোনাম গানটি প্রকাশ করে মেঘদল। এর আগে একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে তারা উপহার দিয়েছিল ‘বনোবিবি’ শিরোনামের একটি সিঙ্গেল ট্র্যাক।

মেঘদলের বর্তমান সদস্য

শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ)

মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ)

রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার)

আমজাদ হোসেন (ড্রামস)

এমজি কিবরিয়া (বেজ গিটার)

তানভির দাউদ রনি (কিবোর্ড)

সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত