[ad_1]
বলিউড ব্লকবাস্টার হিট ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০)–এর পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপরের বছর মুক্তি পায় ‘গদর’। সেটিও বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল। বক্স অফিসে পরপর এমন ইতিহাস তৈরি করা সিনেমার অংশ হয়েও ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যান আমিশা। এর অন্যতম কারণ ভুল সিনেমা নির্বাচন, আর এ জন্য টানা বক্স অফিস ব্যর্থতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই উত্থান–পতনের অন্য আরও একটি কারণ সামনে আনলেন খোদ আমিশা প্যাটেল।
ক্যারিয়ারের প্রথম থেকেই শাহরুখের সঙ্গে সম্পর্ক ভালো আমিশার। অভিনেত্রী যখন ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন, তখনই বলিউড বাদশাহর বিপরীতে ‘চালতে চালতে’ সিনেমায় প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু আমিশার তরফ থেকে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ১১ বছর পর সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমার ব্যাপারে কিছুই জানতেন না তিনি! অভিনেত্রীর কাছে প্রস্তাব আসার আগেই প্রস্তাবটি ফিরিয়ে দেন তাঁর ম্যানেজার।
[ad_2]
Source link