[ad_1]
এমন ভোররাতেও আমার গর্বিত বাবা-মা ‘হ্যাঁ’ বললেন এবং তাঁরা আমার শোবার ঘরে আমাকে দেখতে এলেন। আমি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম।
হঠাৎ গ্রিফা বললেন, ‘আমরা কি ওর পা গুলো দেখতে পারি?’ মা আমার ওপর থেকে চাদর সরিয়ে দিলেন এবং তারা দুজনেই বললেন, ‘ওর পা গুলো দেখুন, এগুলো ফুটবলারের পা।’
আমার ছোট শোবার ঘরে দাঁড়িয়ে কিছু লোক মুগ্ধ হয়ে আমার পা দেখছে, আর আমি তখন গভীর ঘুমে। এসবের কিছুই আমি টের পাইনি। পরের দিন সকালে বাবা আমাকে ঘটনাটি বলার আগপর্যন্ত আমি এর কিছুই জানতাম না।
[ad_2]
Source link