Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ

[ad_1]

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন দুলাল মিয়া নামে এক নাবিক। রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুলাল নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১-এ ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাতে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুলাল মিয়া নামে একটি ফিশিং জাহাজের মাস্টার জাহাজে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত