Homeঅর্থনীতিবাংলাদেশে ইভি বাজারে নতুন মাত্রা যোগ করলো বিওয়াইডি

বাংলাদেশে ইভি বাজারে নতুন মাত্রা যোগ করলো বিওয়াইডি

[ad_1]

বৈদ্যুতিক যানবাহনের অগ্রণী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ সম্প্রতি আয়োজন করেছে তাদের নতুন মডেল BYD SEALION 6 হস্তান্তর অনুষ্ঠান। রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে আয়োজিত এ আয়োজনে ছয় জন নতুন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে সাজানো, যেখানে গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় বিওয়াইডি বাংলাদেশ শোরুমে। সেখানে সিলায়ন সিক্স মডেলের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে গাড়িটির উন্নত ফিচার, পারফরম্যান্স এবং প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়।

গাড়ি হস্তান্তর পর্বটি অনুষ্ঠিত হয় সার্ভিস সেন্টারে। চাবি হস্তান্তরের মধ্য দিয়ে নতুন গ্রাহকরা তাদের স্বপ্নের গাড়ির যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেড-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব ঝ্যাং জি। তারা নতুন মালিকদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ইভি খাতে বিওয়াইডি’র প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিওয়াইডি সিলায়ন সিক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়। ১০০০ কিলোমিটারের বেশি সম্মিলিত রেঞ্জসহ প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তিনির্ভর এই গাড়ি স্বল্প সময়েই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গাড়িটি বর্তমানে দেশের পিএইচইভি ক্রেতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছে।

বিওয়াইডি বাংলাদেশ আশা করছে, দেশের ইভি খাতে তারা আগামীতেও উদ্ভাবন ও প্রযুক্তির ধারায় নেতৃত্ব দিতে পারবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত