Homeদেশের গণমাধ্যমেচিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছিলেন, তবে এআই যেভাবে তাঁর জীবন বাঁচাল

চিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছিলেন, তবে এআই যেভাবে তাঁর জীবন বাঁচাল

[ad_1]

বিশ্বব্যাপী চিকিৎসাবিজ্ঞানীরা বিরল রোগের চিকিৎসা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছেন। বিরল ও আগ্রাসী ক্যানসার, জটিল নিউরোলোজিক্যাল কন্ডিশনে প্রায়ই এআইয়ের সঙ্গে পরামর্শ করা হয়। অনেক ক্ষেত্রে সেসব কাজও করে।

যুক্তরাষ্ট্রের প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন বিরল রোগে আক্রন্ত। যেসব রোগ সম্পর্কে চিকিৎসাবিজ্ঞানেও খুব বেশি কিছু জানা যায় না, অর্থাৎ এমন বিরল রোগ আছে হাজারো ধরনের। এসবের প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই অনুমোদিত চিকিৎসা নেই।

হার্ভার্ড মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক মেরিনকা জিটনিক বলেন, ‘একেকটি বিরল রোগের ধরন, উপসর্গ বিশ্লেষণ করে নতুন নতুন ওষুধ তৈরি করা খুবই জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার। সে ক্ষেত্রে বিভিন্ন ওষুধের উপকরণ, গুণাগুণ এবং রোগের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এআই সহজেই চিকিৎসাপদ্ধতি ও ওষুধ সম্পর্কে পরামর্শ দিতে পারে। আবার কোন ওষুধের সঙ্গে কোন ওষুধ মেশালে শরীরে তা কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সে সম্পর্কেও ধারণা দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক সময় অন্য রোগের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ এআইয়ের পরামর্শ অনুসারে অনেক অজানা রোগেও ব্যবহৃত হচ্ছে। যেমন “মিনোক্সিডিল” নামের ওষুধটি আগে কেবল উচ্চরক্তচাপ উপশমে ব্যবহার করা হতো, সেটি এখন বিশেষ ধরনের চুল পড়ার সমাধানেও ব্যবহৃত হচ্ছে।’

সূত্র: নিউইয়র্ক টাইমস

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত