Homeদেশের গণমাধ্যমেপোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কী কী ঘটবে?

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কী কী ঘটবে?

[ad_1]

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি।

খ্রিস্টান এ ধর্মীয় গুরুর মৃত্যুর পর কী কী ঘটবে আর কীভাবে নতুন পোপ নির্বাচন করা হবে তার বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়।

পোপ পুরো ক্যাথলিক চার্চের ওপর পূর্ণ ও অসীম ক্ষমতার অধিকারী হন। বিশ্বের প্রায় ১৪০ কোটির বেশি ক্যাথলিকের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন। যদিও অনেক ক্যাথলিক বাইবেলের ওপর নির্ভর করেন, তবে চার্চের নীতি ও আচরণের ক্ষেত্রে পোপের শিক্ষাও সমানভাবে অনুসরণযোগ্য।

বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় অর্ধেক খ্রিস্টান রোমান ক্যাথলিক হলেও, প্রটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টানরা পোপের কর্তৃত্ব স্বীকার করেন না।

পোপ ভ্যাটিকান সিটিতে বসবাস করেন। এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এবং ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত। পোপ কোনো বেতন নেন না, তবে তার সকল যাতায়াত ও জীবনযাত্রার খরচ ভ্যাটিকান থেকে বহন করা হয়।

কীভাবে হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া?

ঐতিহ্যগতভাবে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়, তবে বর্তমান পোপ ফ্রান্সিস এই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছেন। পূর্ববর্তী পোপদের ৩টি কফিনে (সাইপ্রাস কাঠ, সিসা এবং ওক) সমাহিত করা হতো, তবে পোপ ফ্রান্সিস সাধারণ কাঠের কফিনে জিঙ্কের আবরণসহ সমাহিত হবেন।

তিনি আরেকটি ঐতিহ্য বাতিল করেছেন—সেন্ট পিটার্স ব্যাসিলিকায় কফিন খোলা রেখে মরদেহের প্রদর্শনী করা হবে। ফলে সাধারণ মানুষ তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

গত এক শতাব্দীর মধ্যে প্রথম ফ্রান্সিস হবেন ভ্যাটিকানের বাইরে সমাহিত প্রথম পোপ। তাকে রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। এটি ৪টি প্রধান পাপাল ব্যাসিলিকার একটি।

নতুন পোপ কে নির্বাচন করে?

নতুন পোপ নির্বাচন করেন ক্যাথলিক গির্জার সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা। তাদের ‘কলেজ অব কার্ডিনালস’ বলা হয়। বর্তমানে মোট ২৫২ জন কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্যে ১৩৮ জন ভোটদানে উপযুক্ত (৮০ বছরের নিচে)। বাকিরা আলোচনায় অংশ নিতে পারেন, তবে ভোট দিতে পারেন না।

নির্বাচন কীভাবে হয়?

পোপ মারা গেলে বা পদত্যাগ করলে (যেমন ২০১৩ সালে পোপ বেনেডিক্ট) সিস্টিন চ্যাপেলে ‘কনক্লেভ’ নামে একটি গোপন ভোটাভুটি হয়। ভোট যতক্ষণ না এক প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান, ততক্ষণ চলতে থাকে। এই প্রক্রিয়া কখনো কখনো বহুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ভোটের অগ্রগতির একমাত্র ইঙ্গিত হলো ধোঁয়া—কালো ধোঁয়া মানে এখনো সিদ্ধান্ত হয়নি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত।

নতুন পোপ নির্বাচন হলে তা কীভাবে ঘোষণা করা হয়?

সাদা ধোঁয়ার পর সাধারণত এক ঘণ্টার মধ্যে পোপ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের ব্যালকনিতে এসে উপস্থিত হন। তখন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন : ‘Habemus Papam’—ল্যাটিনে এর অর্থ ‘আমাদের পোপ নির্বাচিত হয়েছেন’।

এরপর নতুন পোপ তার বেছে নেওয়া পাপাল নাম ঘোষণা করেন। উদাহরণস্বরূপ, পোপ ফ্রান্সিসের জন্মনাম ছিল জর্জ মারিও বেরগোলিও, কিন্তু তিনি সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির সম্মানে এই নামটি গ্রহণ করেন।

পোপ কে হতে পারেন?

নিয়ম অনুযায়ী, যে কোনো রোমান ক্যাথলিক পুরুষ যিনি ব্যাপ্টিস্ট গ্রহণ করেছেন, তিনি পোপ হতে পারেন। তবে বাস্তবে, প্রায় সব সময় একজন কার্ডিনালকেই বেছে নেওয়া হয়।

২০১৩ সালে নির্বাচিত পোপ ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকে আগত প্রথম পোপ। তবে ইতিহাস বলে, অধিকাংশ পোপই ইউরোপীয়—বিশেষত ইতালিয়ান। এ পর্যন্ত ২৬৬ জন পোপের মধ্যে ২১৭ জনই ইতালীয় ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত