Homeবিনোদনঅসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

[ad_1]

গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।

ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’

শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’

অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’

ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত