Homeখেলাধুলারিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার

রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার

[ad_1]

ইংল্যান্ডের উত্তরে লিভারপুলে এক নতুন ঠিকানায় নিজের দিন কাটাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা বর্তমানে লিভারপুলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা। তবে সাম্প্রতিক সময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম জড়ানোর গুঞ্জন উঠে এসেছে।

এই প্রসঙ্গে আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি খবর পড়ি, আমার কাছেও সবকিছু পৌঁছায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান। ক্লাব আমাকে যতই ভালোবাসুক না কেন, যদি আমি এই সপ্তাহান্তে খারাপ খেলি, আগ্রহ কমে যাবে।’

লিভারপুলে সুখেই আছেন উল্লেখ করে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি এখানে ভালো আছি। তাই অন্য কোনো ক্লাব নিয়ে কথা বলাকে আমি অসম্মানজনক মনে করি। লিভারপুল আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমিও তাই। এখন অন্য কিছু ভাবার দরকার নেই।’

লিভারপুল শহরের পরিবেশ ও ক্লাবের ঐতিহ্য নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন এই তারকা, ‘আমি একটু শহর থেকে দূরে থাকি, তাই মানুষজন সম্মান দিয়েই অভ্যর্থনা জানায়। তবে শহরের ভেতরে আবেগ অনেক বেশি। এই ক্লাবটা একটা পরিবার। ‘ইউ’ল নেভার ওয়াক অ্যালোন’— এই একটি বাক্যই সব বলে দেয়। গানটা যখন বাজে, তখন এক অপূর্ব আবেগে ভরে ওঠে পুরো স্টেডিয়াম। মনে হয়, ম্যাচটাই যেন শুরু হয় ওটা শেষ হওয়ার পর।’

এদিকে স্প্যানিশ লিগের আরও এক আর্জেন্টাইন সম্ভাবনা হিসেবে উঠে এসেছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। টটেনহ্যামের এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

ম্যাক অ্যালিস্টার বা কুটি রোমেরো— দুই আর্জেন্টাইন তারকার ভবিষ্যত যে স্পেনমুখী হতে পারে, সেই ইঙ্গিত মিলছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনের গুঞ্জনেই। তবে আপাতত, ম্যাক অ্যালিস্টারের চোখ লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়েই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত