Homeবিনোদন৩ মাসের জন্য এসে ২৫ বছর হয়ে গেছে : শাকিব খান

৩ মাসের জন্য এসে ২৫ বছর হয়ে গেছে : শাকিব খান

[ad_1]

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। ‘প্রিয়তমা’ দিয়ে নতুন করে শুরু। এরপর ‘রাজকুমার’, ‘তুফান’, ‘দরদ’র মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। এবারের ঈদুল ফিতরে ‘বরবাদ’ ঝড় দিয়ে মুগ্ধ করেছেন লাখো সিনেমাপ্রেমী দর্শককে। বরবাদের সাফল্যের কথা বলতে গিয়ে শাকিব খান নিজের অতীতের কথা স্মরণ করলেন। লিখেছেন, তামজিদ হোসেন

গত সোমবার ‘বরবাদ’ মুক্তির ২১ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন শাকিব খান। এ সময় তিনি বলছিলেন, ‘আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। তিন মাসের জন্য আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আর হয়ে গেছে পঁচিশ বছর। আমি বড় হয়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, এমনকি আমার শত্রুও হয়েছে এখানে। তাই চলচ্চিত্র আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। আমি চলচ্চিত্রকে ভালোবাসি। আমি চাই আমার দেশের চলচ্চিত্র সারা বিশ্বে সাড়া ফেলুক।’ শাকিব খান বলেন, ‘আমি একসময় বলতাম আমাদের দেশের চলচ্চিত্র হলিউড-বলিউডের পাশে নাম লেখাবে। আর আজ দেশ এবং দেশের বাইরের সিনেপ্লেক্সগুলোতে হলিউড-বলিউড সিনেমার পাশাপাশি আমাদের দেশের সিনেমাও প্রদর্শিত হচ্ছে এবং পোস্টারগুলোও স্থান পাচ্ছে।’

এত দেরিতে সিনেমা দেখা ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এত এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। বরবাদ দেশে-বিদেশে আরও মানুষের ভালোবাসা পাবে বলে আমি বিশ্বাস করি। আসলে নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। অবশেষে গণমাধ্যমকর্মীসহ আমার চলচ্চিত্র পরিবারের মানুষের সঙ্গে সিনেমাটি দেখে সত্যি আনন্দিত।’

এদিকে ২০ এপ্রিল দেশের বাইরে ইতালির রোম শহরে মুক্তি পায় ‘বরবাদ’। ডিস্ট্রিবিউশন কোম্পানি এপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে সেখানে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই সিনেপ্লেক্সে সামনে তৈরি হয় এক বিশাল জনস্রোত। ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে বরবাদ। স্টার সানডে হওয়ার পরও দর্শকদের চাপে দুটি দেশের বাঙালি অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলো দুটি শো বাড়িয়ে চারটি করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি পেতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত