Homeখেলাধুলাটেস্ট চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু

টেস্ট চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু


সিলেটে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ঘটে গেল এক শোকাবহ ঘটনা। খেলা চলাকালেই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করছিলেন ইকরাম চৌধুরী। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে—হার্ট অ্যাটাকে।

২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করছিলেন। নিজের কর্তব্যে অত্যন্ত নিষ্ঠাবান এই কর্মকর্তার মৃত্যুতে সিলেটের ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শোকবার্তা প্রকাশ করা হয়নি। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত