[ad_1]
বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎকুমার রায়ের ১৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমার শরৎকুমার রায় ১৮৭৬ সালের ২২ এপ্রিল নাটোরের দিঘাপতিয়ার রাজবাড়িতে (বর্তমানে উত্তরা গণভবন) জন্মগ্রহণ করেন।
জাদুঘরের পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী হেরিটেজের সভাপতি গবেষক মাহবুব সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ওয়ালিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম, মাহমুদ জামাল কাদরী, কবি মোস্তাক রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস প্রমুখ।
[ad_2]
Source link