Homeদেশের গণমাধ্যমেরাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ

[ad_1]

রাজশাহীতে প্রকাশ্যে গানের তালে তালে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিং করার অভিযোগে চার যুবকের সন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মহানগর পুলিশের একাধিক ইউনিট।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলের পর থেকে প্রকাশ্যে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ।

এরপর পরই নানান শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গ্রেপ্তারের দাবি তোলেন।

সুমাইয়ার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শুধুমাত্র এদের জন্য সিএন্ডবিতে একা যেতে ইচ্ছা করে না। ইভেন বন্ধুর সঙ্গেও না। এক প্রকার যাওয়া বন্ধই করে দিয়েছি। এ রাস্তায় কি যে আন ইজি ফিল হয়!’

ফারহানা আফরিন লোপা নামে একজন লিখেছেন, ‘এখন সিঅ্যান্ডবিতে যেতেও ভয় লাগে, এতই বাড়ছে বখাটের অত্যাচার, এদের আইনের আওতায় আনা উচিত।’

এমন শত শত কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে নানা শ্রেণির-পেশার মানুষ। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় না নেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবনতি ঘটছে। এ জন্য তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের নিজস্ব পেজ থেকে চার যুবকের সন্ধানে একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে তাদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। যারা তাদের সন্ধান দিবেন তাদের নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে বখাটেরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত