Homeদেশের গণমাধ্যমেনিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি

নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি

[ad_1]

ঢাকার সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে এ কর্মসূচিতে অংশ নেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন বলেন, রানা প্লাজা ধসের ১২ বছর পেরিয়ে গেলেও নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড।

বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারকে সহায়তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় সম্মিলিত শ্রমিক ফেডারেশন, রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত