Homeদেশের গণমাধ্যমেযুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী

যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী

[ad_1]

চিত্রনায়িকা মৌসুমী, বেশ লম্বা সময় অভিনয় থেকে দূরে আছেন তিনি। তবে শুধু অভিনয়ই নয়, তিনি যে চমৎকার গানও গাইতে পারেন, এটাও সবার জানা। এবার যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি।   

অনেকদিন ধরেই মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে সেখানে গিয়েও বসে নেই। সময় ও সুযোগ বুঝে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই নায়িকা।  

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে গান গাইবেন মৌসুমী। 

তবে মৌসুমী একাই নন, একইমঞ্চে গান গাইবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।    

অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে আছেন আনিসুর রহমান মিলন ও নোভা ফিরোজ। মৌসুমী গান গাওয়ার পাশাপাশি ২৭ এপ্রিল মৌসুমী একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ  করবেন।

এ বিষয়ে মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য  এই  আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা, এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’

বলা প্রয়োজন, ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। মৌসুমী সেই ধারাবাহিকতায়, ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের মঞ্চে গান গেয়েছেন মৌসুমী। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত