Homeখেলাধুলাসিলেটে জিতে চট্টগ্রামেও ভালো করার প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের

সিলেটে জিতে চট্টগ্রামেও ভালো করার প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের

[ad_1]

সিলেট টেস্টে ৩ উইকেটের জয় দিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। লড়াকু এক ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সফরকারীদের শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। এমন জয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন, চোখ রাখছেন চট্টগ্রাম টেস্টেও জয় তুলে নেওয়ার দিকে।

চার দিনের টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৯১ রান, যার জবাবে জিম্বাবুয়ে তুলে নেয় ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৫ রান, ফলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তুলে ভালো শুরু করে সফরকারীরা, কিন্তু এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবুও শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরভিন বলেন, ‘টেস্ট জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। সব দলই চায় এমন জয়। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি এবং সেখানেও ভালো খেলার জন্য মনোযোগী থাকবো।’

বাংলাদেশের মাটিতে জয় পাওয়া যে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে, সেটাও জানিয়েছেন তিনি, ‘এখানে এসে টেস্ট জেতা মানেই আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। চট্টগ্রামেও আমরা সেভাবেই প্রস্তুতি নেব। মাইন্ডসেটই এখানে বড় ভূমিকা রাখবে।’

সিলেটের উইকেট নিয়ে এই অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটার বলেন, ‘আমরা উইকেটটা নিয়ে মোটামুটি আন্দাজ করেছিলাম। ইতিহাস অনুযায়ী, এখানে কিছুটা ঘাস থাকে। শ্রীলঙ্কার বিপক্ষেও এমনটা হয়েছিল। তাই পেসাররাই এখানে বড় ভূমিকা রাখবে ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছিলাম।’

আইসিসির নজরে আসার প্রসঙ্গেও আশাবাদী আরভিন, ‘এই ধরনের জয় আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অবস্থানকে দৃঢ় করবে। বেশি ম্যাচ খেললে উন্নতির সুযোগও বাড়ে। বড় দলের বিপক্ষে খেলতে চাই, যেন নিজেদের আরও গড়তে পারি।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে। বাকি আর একটি ম্যাচ চট্টগ্রামে। সেই ম্যাচেই সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছে সফরকারীরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত