Homeদেশের গণমাধ্যমে২৪ জেলায় তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে

২৪ জেলায় তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে

[ad_1]

বৈশাখের খরতাপে পুড়ছে প্রাণ ও প্রকৃতি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশের ২৪টি জেলায় বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ থাকবে রোববার পর্যন্ত; এরপর থেকে কমতে থাকবে গরমের দাপট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের সব স্থানে এবং মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। রাজশাহী ও খুলনা বিভাগের মোট জেলার সংখ্যা ১৮। তাই সব মিলিয়ে ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত বেশি।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী শনিবার (২৬ এপ্রিল)-রোববার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এরপর বৃষ্টি বাড়বে, তাপমাত্রা কমে আসবে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে পূর্বাভাসে।

শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত