Homeপ্রবাসের খবর‘রিসাইক্লিং হিরো’ খেতাব পেলেন দুবাইয়ের কিশোর ঋষভ মিত্তল

‘রিসাইক্লিং হিরো’ খেতাব পেলেন দুবাইয়ের কিশোর ঋষভ মিত্তল


দুবাই ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি (ডিআইএ), এমিরেটস হিলসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঋষভ মিত্তল ২০২৫ সালে ‘রিসাইক্লিং হিরো’ খেতাব অর্জন করেছেন। এ বছর আন্তর্জাতিক স্বীকৃতি লাভকারী একমাত্র মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে তিনি এ নজির স্থাপন করেছেন। যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল রিসাইক্লিং ফাউন্ডেশন -এ পুরস্কারের আয়োজন করে।

মাত্র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হয়েও ঋষভ বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার প্রতীক হয়ে উঠেছেন। তার প্রতিষ্ঠিত যুব-নেতৃত্বাধীন সংগঠন ‘গোয়িং গ্রিন দুবাই’-এর মাধ্যমে এখন পর্যন্ত ৫ হাজার ৬৪৫ কেজি ই-ওয়েস্ট, ১৭ হাজার ৫৫৭টি প্লাস্টিক বোতল এবং ১ হাজার ৩২৩ কেজি কাগজ পুনর্ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় উদাহরণ।

এ সম্মানজনক খেতাব শুধু ঋষভের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রমাণ করে— সঠিক দৃষ্টিভঙ্গি, উদ্যোগ এবং অদম্য মনোভাব থাকলে একজন শিক্ষার্থীও বিশ্বকে বদলে দিতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত