Homeবিনোদনতিন বছর পর শাওকীর নতুন সিরিজ

তিন বছর পর শাওকীর নতুন সিরিজ


২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর। কয়েকটি কাজের সঙ্গে যুক্ত থাকলেও পাওয়া যাচ্ছিল না তাঁর পরিচালিত কোনো কাজ। অবশেষে প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’।

গত বছর শোনা গিয়েছিল নতুন সিরিজের শুটিং শুরু করেছেন শাওকী। এবার সেই সিরিজ মুক্তি দেওয়ার পালা। শাওকীর ভাষ্যমতে, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’

নির্মাতা জানান, পরিবারের চেনাজানা এক গল্প নিয়েই তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। তকদীর ও কারাগারের পর তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। বিষয়টি নির্মাতা নিজেও টের পান। তবে দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের প্রত্যাশা যে বেড়ে গেছে, ওই বিষয়টি মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকেরা প্রতিবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে তাই নতুন বিষয় নিয়ে ডিল করেছি। এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। কতটা ভালো করতে পারলাম সেই রায় দেবে দর্শক।’

শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তবে এতে কারা অভিনয় করছেন তা জানানো হয়নি। যদিও আগেই জানা গিয়েছিল গুলমোহর সিরিজে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর। গত জুলাইয়ে তিনি শুটিং করতে এসেছিলেন বাংলাদেশে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত