Homeবিনোদন‘নীলচক্র’ দিয়ে ঈদে ফিরছেন শুভ

‘নীলচক্র’ দিয়ে ঈদে ফিরছেন শুভ


কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।

গত বৃহস্পতিবার নীলচক্র সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে আরিফিন শুভ লেখেন, ‘আসছে’। ১৯ সেকেন্ডের সেই ভিডিও দেখে ধারণা করা যায়, নীলচক্রে আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যের চরিত্রে অভিনয় করেছেন শুভ; যার নাম ফয়সাল। ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন একজনের কাছ থেকে সত্য প্রকাশ করার জন্য শরীরের স্পর্শকাতর অংশে আগুন লাগিয়ে দিচ্ছেন তিনি। ভিডিও প্রকাশের পর ভক্তরা শুভকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভকামনা জানিয়েছেন শোবিজের সহকর্মীরাও।

অনলাইন মিডিয়ার নানা প্রলোভনের ফাঁদে জড়িয়ে পড়া মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে। অনেকেই পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে নীলচক্রের চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

নীলচক্রের কাহিনি নিয়ে মিঠু খান বলেন, ‘নীলচক্র গল্পনির্ভর একটি সিনেমা। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ভাইরাল হওয়ার নেশায় মেতে থাকে। এই নেশার পেছনে অনেক ফাঁদ পাতা থাকে। এই ফাঁদে পড়ে অনেকের পাচার হওয়ার গল্প যেমন আছে, তেমনি আছে মৃত্যুর খবরও। আরও অনেক বিপদ ওত পেতে থাকে অনলাইনের পরতে পরতে। এ রকম গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি।’

গত নভেম্বরে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয় নীলচক্রের আন্তর্জাতিক প্রিমিয়ার। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে দেশে মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদে মুক্তির খবর নিশ্চিত করে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে সিনেমাটি দেশে মুক্তির পরিকল্পনা করা হচ্ছিল। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অপেক্ষা করছিলাম। আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উৎসবের আমেজে দর্শক সিনেমাটি উপভোগ করবে বলে আমার বিশ্বাস।’

নীলচক্র সিনেমায় শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

বছরখানেক ধরে সময়টা ভালো যাচ্ছে না আরিফিন শুভর। গত জুলাই থেকেই আড়ালে এই নায়ক। ছাত্র আন্দোলনে নীরব থাকায় তাঁকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, সে সময় হঠাৎ করেই জানান দেন বিবাহবিচ্ছেদের কথা। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর সরকারি প্লট বাতিল নিয়ে আলোচনা তৈরি হলেও শুভ ছিলেন নিশ্চুপ। দেশের কোনো কাজের খবরেও পাওয়া যায়নি শুভর নাম। মাঝে ভারতীয় সংবাদমাধ্যমের সুবাদে জানা যায়, কলকাতায় সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিং করেছেন শুভ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত