Homeদেশের গণমাধ্যমেফেনীতে ৩ কোটি ২০ লাখ টাকার বালু জব্দ

ফেনীতে ৩ কোটি ২০ লাখ টাকার বালু জব্দ

[ad_1]


ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৬ এপ্রিল ২০২৫  

ফেনীতে ৩ কোটি ২০ লাখ টাকার বালু জব্দ


ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী মুহুরী নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে জেলা প্রশাসন। জব্দ করা বালুর আনুুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর দুই পাড়ে অভিযান পরিচালনা করা হয়।

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক। অভিযানে বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক বলেন, “জেলা প্রশাসনের নির্দেশে মুহুরী নদী এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানে অন্তত ৮৯টি বালুর স্তুপ থেকে আনুমানিক ৮ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।”

তিনি আরো বলেন, “এ বছর মুহুরী নদীর কোনো অংশ ইজারা দেওয়া হয়নি। কতিপয় অসাধু ব্যক্তি অনুমতি ছাড়া বালু উত্তোলন করছিলেন। যে কারণে নদীর পাড়ের জনবসতি হুমকির মুখে পড়েছে।”

ফাহমিদা হক বলেন, “নদী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বালু উত্তোলন বন্ধ রাখতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। জব্দ করা বালু সরকারি হেফাজতে রাখা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ ধরনের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।”

ঢাকা/সাহাব/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত