Homeপ্রবাসের খবরইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫ শতাধিক ও নিহত ৪

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫ শতাধিক ও নিহত ৪


ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু এবং পাঁচ শতাধিক  আহত হয়েছেন। উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সিনা কনটেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। এটি হোরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তর দিকে অবস্থিত।

বিস্ফোরণের পর প্রথমে ধারণা করা হয়েছিল, নাশকতার কারণে এ ঘটনা ঘটছে। পরে, দেশটির কর্তৃপক্ষ জানায়, নাশকতার আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি জানান, কনটেইনারের ভেতরের রাসায়নিকই বিস্ফোরণের কারণ। বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলো নিম্নমানের ছিল।

এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে সুবিধার কম্পিউটার সিস্টেম বিপর্যস্ত হয়ে কয়েক দিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়।

উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ করে। এখানে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত