এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশে যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে।
কারণ এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই।একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর এসিড নিক্ষেপ হত।যখন এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হল, এরপর থেকেই কিন্তু এটা অনেক কমে গিয়েছে।
এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে,তাদেরকে তাদের বিরুদ্ধে সে রকম শাস্তি দিতে হবে,অ্যাকশন নিতে হবে।
আমরা আমাদের জায়গা থেকে, আমাদের এনসিপির পক্ষ থেকে এবং শুধু এনসিপি নয়, পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অন্তরবর্তীকালীন সরকারকে বলবো যে, তারা যে ৯০ দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আছিয়ার সময়।এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়,তাহলে দিনশেষে আগামীতে আমাদের আর কোনও বোন আসিয়া কিংবা লামিয়াকে আমাদের হারাতে হবে না।
সূত্র:https://tinyurl.com/4dumwvsc