Homeবিনোদনঅনিশ্চিত শাবনূরের দুই সিনেমা

অনিশ্চিত শাবনূরের দুই সিনেমা

[ad_1]

অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কোনো সিনেমার কাজ। দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত বছরের এপ্রিলে রঙ্গনা দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। শেষ করেছিলেন প্রথম ধাপের শুটিং। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এ ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন শাবনূর। নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যস ওই পর্যন্তই। এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।

এই মাসের শুরুতে এক দিনের জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই হুট করে এসেছিলেন। তবে সিনেমা নিয়ে কোনো আপডেট জানাননি। এদিকে রঙ্গনা নিয়ে নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে প্রতিবারই আশার কথা শোনান তিনি। তবে ঠিক কবে নাগাদ শেষ হবে শুটিং, সেই উত্তর নেই তাঁর কাছে। সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত কি না, প্রশ্ন উঠলেই নির্মাতা জবাব দেন, কোনো একটি চক্র ইচ্ছা করেই গুজব ছড়াচ্ছে।

এদিকে মাতাল হাওয়া নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন, কোনো তাড়াহুড়ো নেই তাঁর। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দিতে চান। দেড় বছর পরেও সেখানেই আটকে আছেন তিনি। নতুন করে জানালেন, শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।

মাতাল হাওয়া নিয়ে চয়নিকা চৌধুরী ২৫ এপ্রিল ফেসবুকে যা লিখেছেন, তাতেও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। বরং একধরনের অনিশ্চয়তা ধরা পড়ল সিনেমাটি নিয়ে। চয়নিকা লিখেছেন, ‘অনেকে আমাকে মাতাল হাওয়া নিয়ে প্রশ্ন করে। মাতাল হাওয়া তার মতোই আসবে, যখন সময় হবে। তাড়াহুড়ো করে কখনোই ভালো কিছু হয় না। অনেক আগেই আমাদের গল্প, স্ক্রিপ্ট, প্রযোজক রেডি। সিনেমাটি হলে যাবার আগে কোনো ক্লিপ, ছবি, লুক কেউ দেখতে পাবে না। এমন কিছু কখনো করব না, যা দেখে দর্শক হাসেন, সমালোচনা করেন, ট্রল করেন। যদি সব ঠিক থাকে, তবেই শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়ে স্ক্রিনে আনব। নয়তো না।’

চয়নিকা চৌধুরী আরও জানিয়েছেন, মাতাল হাওয়ার আগে ‘সখা: দ্য সোলমেট’ নামের সিনেমার কাজ করবেন তিনি। তবে এতে কারা অভিনয় করবেন, তা জানাননি নির্মাতা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত