Homeদেশের গণমাধ্যমেজিম্বাবুয়ের শতরান ছাড়ানোর পর রানআউটের সুযোগ হাতছাড়া

জিম্বাবুয়ের শতরান ছাড়ানোর পর রানআউটের সুযোগ হাতছাড়া

[ad_1]

দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৩ ওভারে ১০৯/২ (ওয়েলচ ৪২*, উইলিয়ামস ১৬*: বেনেট ২১, কারান ২১)

প্রথম সেশনে দুই উইকেট নিয়েছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টস হেরে শুরুতে বোলিংয়ে নামলেও শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম সেশনে দুই ওপেনারকে ফেরাতে পেরেছে। অভিষেক টেস্ট খেলতে নেমেই ৪১ রানে ওপেনিং জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ব্রায়ন বেনেটকে বিদায় দিয়েছেন। দারুণ টার্ন পাচ্ছেন স্পিনাররাও। তাইজুল ইসলাম নিজের প্রথম ওভারেই বেন কারানকে ফিরিয়েছেন। ৭২ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটলেও দ্রুত স্কোর করার দিকে মনোযোগী সফরকারী দল। লাঞ্চ বিরতির আগে দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৮৯ রান। ক্রিজে আছেন শন উইলিয়ামস ৬* ও নিক ওয়েলচ ৩২*। ওয়েলচ সুযোগ পেলেই স্কোর করার সুযোগ হাতছাড়া করছেন না। উইলিয়ামস এখনও খোলসবন্দি।   

বাংলাদেশের ব্যর্থ রিভিউ 

বেন কারানকে ফেরানোর পর ২০.২ ওভারে তাইজুলের বলেই লেগ বিফোরের আবেদন করেছিল বাংলাদেশ। ব্যাটার ছিলেন ওয়েলচ। আম্পায়ার সাড়া দেয়নি দেখে শান্ত রিভিউ নিয়েছিলেন। কিন্তু সাফল্য আসেনি তাতে, নষ্ট হয়েছে রিভিউ। 

বোলিংয়ে এসেই তাইজুলের আঘাত

প্রথম উইকেট পতনের পর নতুন নামা ওয়েলচ হাত খুলে স্কোরের গতি বাড়াচ্ছিলেন। বেন কারানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩১ রান যোগ করেছেন তারা। ১৯তম ওভারে তাইজুল বল হাতে নিয়েই বিদায় দিয়েছেন কারানকে। দুর্দান্ত এক ঘূর্ণি বলে ২১ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটারকে বোল্ড করেছেন তাইজুল। কারান ব্যাক ফুটে গিয়েও কিছু করতে পারেননি। দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে ৭২ রানে।   

রিভিউ নিয়ে বাঁচলেন ওয়েলচ

১৪তম ওভারের শুরুতেই মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ আউটের আবেদনে ওয়েলচকে আউট দিয়েছিলেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। রিপ্লেতে দেখা গেছে, বল ব্যাট কিংবা গ্লাভসে স্পর্শ করেনি। বল গিয়ে আঘাত করে বাম বাহুতে। সম্ভাব্য এলবিডাব্লিউর ক্ষেত্রেও ছিল না কোনও ইম্প্যাক্ট! তাতে বাংলাদেশের আনন্দ মিলিয়ে যায় মুহূর্তেই।      

শুরুর জুটি ভাঙলেন প্রথম টেস্ট খেলতে নামা তানজিম 

শুরুর জুটিতে ভালো প্রতিরোধ গড়েছিলেন ব্রায়ান বেনেট ও বেন কারান। অষ্টম ওভারে জুটি ভাঙার সুযোগও তৈরি করেছিলেন মিরাজ। শেষ পর্যন্ত ১০.৩ ওভারে ৪১ রানের জুটি ভেঙেছেন অভিষিক্ত পেসার তানজিম সাকিব। তার বলে বিদায় নিয়েছেন প্রথম টেস্টে টানা ফিফটি করা ব্রায়ান বেনেট। সাকিবের বাড়তি বাউন্সের বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। তাতে ২১ রানে ফিরেছেন বেনেট।  

মিরাজের বলে স্লিপে ক্যাচ ছাড়লেন সাদমান

দুই পেসার মিলে বেশ কয়েকবার বিপদে ফেলার চেষ্টা করলেও জিম্বাবুয়ের শুরুর জুটিতে আঘাত হানতে পারেননি হাসান মাহমুদ ও তানজিম সাকিব। অষ্টম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনলে সুযোগ তৈরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় বলে তার স্পিনে স্লিপে বেন কারানের ক্যাচ গেলেও সেটা ধরতে পারেননি সাদমান ইসলাম। তখন কারান ১১ রানে ব্যাট করছিলেন। 

টসের মুহূর্তের ছবি। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটে প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে টসভাগ্য পাশে পায়নি বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। 

তানজিম সাকিবের অভিষেক, একাদশে কারা

পেসার অভিষেক তানজিম হাসান সাকিবের টেস্ট অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে।  

প্রথম টেস্ট থেকে পরিবর্তন আনা হয়েছে তিনটি। নাহিদ রানা পিএসএল খেলতে যাওয়ায় অভিষেক হচ্ছে আরেক পেসার তানজিম হাসান সাকিবের। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। তাতে দ্বিতীয় টেস্টের দলে ফেরা এনামুল হক প্রায় তিন বছর পর খেলতে নামছেন। স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম হাসান। এর ফলে এই টেস্টে স্পিনার থাকছেন তিনজন। যেহেতু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে পরের দিকে স্পিন একটা ফ্যাক্টরে পরিণত হবে। 

জিম্বাবুয়ে দলেও পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নায়াশা মায়াভো। তাদের জায়গা এসেছেন লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা ও উইকেটকিপার ব্যাটার তাফাদজওয়া সিগা। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিনসেন্ট মাসেকেসা।  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত