Homeখেলাধুলাচট্টগ্রামে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে, চাপে বাংলাদেশ

চট্টগ্রামে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে, চাপে বাংলাদেশ

[ad_1]

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুরুটা মন্থর হলেও দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশন শেষে ৫৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে সফরকারীরা।

সেশন শেষে বাংলাদেশ স্পষ্টভাবে চাপে পড়েছে। দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলতে পারেনি স্বাগতিকরা। বিশেষ করে নিক ওয়েলচ (৫৪*) ও শন উইলিয়ামস (৫৫*) দুর্দান্ত ধৈর্য ও দৃঢ়তা দেখিয়ে জিম্বাবুয়েকে শক্ত ভিত উপহার দিয়েছেন।

বাংলাদেশের বোলাররা মাঝেমধ্যে রান আটকে রাখতে পারলেও কাঙ্ক্ষিত শিকারের দেখা মেলেনি। হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসান কিছুটা আঁটসাঁট বোলিং করলেও সাফল্য পাননি। তাইজুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব অবশ্য একটি করে উইকেট পেয়েছেন, তবে উইকেটশূন্য দ্বিতীয় সেশন বাংলাদেশের জন্য বড় হতাশা।

ওয়েলচ অবশ্য সেশনের শেষদিকে বাঁহাতের সামান্য চোটে ভোগেন, তবে চা-বিরতিতে যাওয়ার আগে তিনি ও উইলিয়ামস মিলে বাংলাদেশকে উইকেটবিহীন দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন। মধ্যাহ্নভোজের পর থেকে দুজন মিলে ৮৯/২ স্কোরকে টেনে নিয়ে যান ১৬১/২ পর্যন্ত। বিশেষ করে ড্রিঙ্কস বিরতির পর উইলিয়ামস কিছুটা দ্রুত রান তুলতে চেষ্টা করেন, যাতে জিম্বাবুয়ের ইনিংস থমকে না যায়।

এর আগে, ব্রায়ান বেনেট (২১) ও বেন কারান (২১) আউট হয়ে ফিরে যান। বেনেটকে ক্যাচ আউট করেন তানজিম সাকিব, আর তাইজুল ইসলাম বোল্ড করেন কারানকে।

বাংলাদেশের জন্য এখন সামনে বড় চ্যালেঞ্জ শেষ সেশনে দ্রুত উইকেট তুলে নেওয়া। নইলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে জিম্বাবুয়ে।

বর্তমান স্কোর:
জিম্বাবুয়ে: ১৬১/২ (৫৬ ওভার)

ওয়েলচ ৫৪*, উইলিয়ামস ৫৫*

বাংলাদেশের বোলিং:

তানজিম হাসান সাকিব: ৯-০-৪৭-১

তাইজুল ইসলাম: ১৭-২-৪০-১



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত