চট্টগ্রামের গরমে ঘাম ঝরালেন তাইজুল, আর তার বাঁহাতি ঘূর্ণিতে জমে গেল জিম্বাবুয়ে। সোমবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটাই ছিল তাইজুল ইসলামের রাজত্ব — ২৭ ওভারে মাত্র ৬০ রান দিয়ে তুলে নিলেন ৫টি মূল্যবান উইকেট!
এই অসাধারণ পারফরম্যান্সের সাথে সঙ্গী হলো আরেকটি গৌরবময় অর্জন: টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় তাইজুল এবার ছাড়িয়ে গেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকেও। ওয়াসিম যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ উইকেট পেয়েছিলেন, তাইজুল আজ তার উইকেট সংখ্যা নিয়ে গেলেন ৪৮-এ!
৪৮ উইকেট নিয়ে তাইজুল এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে তিন নম্বরে। তার সঙ্গী লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্ডা ভাস। তাইজুল ও ভাসের উপরে আছেন আরেক পাকিস্তানি ওয়াকার ইউনুস (৬২) ও কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮৭)।
এদিকে চট্টগ্রামে দুপুর পর্যন্ত কিছুটা চাপে থাকলেও শেষ সেশনে তাইজুলের জাদুতে জিম্বাবুয়েকে বাংলাদেশ ব্যাকফুটে ঠেলে দেয়। ১৬১/২ এ শেষ সেশন শুরু করা রোডেশিয়ানরা শেষ করে ২২৭/৯ রান করে। মাত্র ৬৬ রানের মধ্যে ৭ উইকেট পতন, যার মধ্যে একাই পাঁচটি শিকার করেন তাইজুল। তার কটকটে টার্ন, নিখুঁত লাইন-লেন্থ আর অবিশ্বাস্য ধৈর্যের সামনে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা।
বিশেষ করে নতুন বল হাতে নেওয়ার পরের স্পেলে তাইজুল ছিলেন যেন দুর্দান্ত খুনে মেজাজে। একের পর এক ব্যাটারকে নাচিয়ে তুলে নিলেন, আর বাংলাদেশকে এনে দিলেন প্রথম দিন শেষে নিরঙ্কুশ আধিপত্য।
তাইজুলের বোলিং ফিগার আজ:
২৭-৬-৬০-৫
বাংলাদেশ এখন চোখ রাখবে কাল সকালে দ্রুত জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নেওয়ার দিকে, যেন ব্যাট হাতে শক্ত ভিত গড়ে ম্যাচ নিজেদের মুঠোয় আনা যায়। তবে আজকের দিনটিতে কোনো সন্দেহ নেই, নায়ক একজনই— তাইজুল ইসলাম