আজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। শিল্পীদের পরিবেশনায় থাকছে চারটি শাস্ত্রীয় নৃত্যরূপ ভরতনাট্যম, কত্থক, মণিপুরি ও ওডিশি। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন আনিসুল ইসলাম হিরু, মেহবুবা মাহনূর চাঁদনী; সাদিয়া ইসলাম মৌ, সাবরিনা শফি নিশা, সামিনা হোসেন প্রেমা, আনিকা কবির শখ, তামান্না রহমান ও তাঁদের দলসহ অনেকে।