Homeবিনোদনটফিতে কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’

টফিতে কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’


জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।

ডিসেন্ডেন্টস অব দ্য সান সিরিজের গল্পে দেখা যাবে, ক্যাপ্টেন ইউ সি-জিন দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্সের একজন অফিসার এবং ডা. কাং মো-ইয়েন একজন সাহসী সার্জন। তারা দায়িত্বের টানাপোড়েনে আলাদা হয়ে গেলেও যুদ্ধবিধ্বস্ত উরু শহরে গিয়ে আবারও একত্র হয়। বিপদ, ভূমিকম্প ও রোগের প্রাদুর্ভাবের মধ্যে দাঁড়িয়ে জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা। পাশাপাশি আরেকটি আবেগঘন প্রেমের গল্প এগিয়ে চলে সার্জেন্ট সিও দে-ইয়ং ও চিকিৎসক ইউন মিয়ং-জুকে ঘিরে।

বাংলা ভাষায় সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এ বি এম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ অনেকে।

ডাবিং পরিচালনা করেছেন খালিদ হোসাইন অভি। তিনি বলেন, ‘শুধু কণ্ঠের মিল নয়, চরিত্রের ব্যক্তিত্ব মিলিয়ে কাস্টিং করেছি, যাতে দর্শকেরা সহজে যেকোনো দৃশ্যের সঙ্গে নিজেদের সংযোগ অনুভব করেন। সেই সঙ্গে সাবলীল ভাবানুবাদ ও কনটেক্সট ধরে রেখেছি, যাতে দর্শকেরা মনে করেন এটা আমাদেরই দেশীয় প্রযোজনা।’

ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সিরিজের বাংলা সংস্করণ এটাই প্রথম। সিরিজটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন দর্শকেরা।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত