Homeবিনোদননাটকের টাইটেল গানে শাহনাজ বেলী 

নাটকের টাইটেল গানে শাহনাজ বেলী 


দীর্ঘ পাঁচ বছর পর নাটকের গান গাইলেন শাহনাজ বেলী। ‘রঙ্গিলা পুতুল’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের টাইটেল গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সুমন কল্যাণ।

গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং হয়েছে রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারের একটি স্টুডিওতে।

রেকর্ডিং শেষে সংগীতশিল্পী শাহনাজ বেলী বলেন, আশিক বন্ধু গানটি লিখে যখন সুরসহ পাঠাল, প্রথমবার শুনেই গানটির প্রেমে পড়েছি। সঙ্গে সঙ্গেই গানটি খালি গলায় গেয়েছি। রেকর্ডিংয়ে ফাইনাল কণ্ঠ দিয়ে অত্যন্ত আনন্দিত আমি, একটা নতুন ধারাবাহিক নাটকের চমৎকার একটা গান দিয়ে আমার শ্রোতা দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা নাটকের গানটি শুনে বেশ বিনোদিত হবেন।

জানা গেছে, শামস করিমের পরিচালনায় মানস পালের রচনায় রঙ্গিলা পুতুল ধারাবাহিক নাটকের প্রচার অচিরেই শুরু হবে এবং ঢাকার অদূরে একটানা শুটিং চলছে বিভিন্ন লোকেশন। তারই ধারাবাহিকতায় নাটকের টাইটেল গানটির রেকর্ড হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত