[ad_1]
‘গণি মিয়া’ বাংলাদেশে খুব সাধারণ ও পরিচিত একটি নাম, যা অধিকাংশ সময় রূপক বা উপমা হিসেবে ব্যবহার হয়। ‘গণি মিয়া’ নামটি সাধারণত একজন দরিদ্র কৃষকের প্রতীক, যিনি সীমিত আয়ের মধ্যেও যদি অতিরিক্ত খরচ করেন এবং ধারদেনা করে সেই খরচ চালান।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, ‘এবারের বাজেটের আকার যেন যথাসম্ভব বাস্তবসম্মত হয়, খুব উচ্চাভিলাষী না হয়—প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সে নির্দেশনা দিয়েছেন। এ কারণে আমরা বাজেটে ব্যয় কমিয়ে এবং আয় বাড়িয়ে কীভাবে এ আয়-ব্যয়ের দূরত্ব কমাতে পারি, সে চেষ্টা করছি।’
সেমিনারে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি নিয়ে আমাদের মধ্যে যে মুগ্ধতা রয়েছে, সেটি আপাতত বাদ দিতে হবে। আপাতত ৩-৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়েও যদি সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামাল দেওয়া যায়, সেটি বড় বিষয় হবে। সে ক্ষেত্রে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা কমে গেলে দুঃখ পাওয়ার কিছু নেই।
[ad_2]
Source link