ফেনীর ছাগলনাইয়ায় রাতের অন্ধকারে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে আটজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) রাতে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটজনকে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মাটি কাটায় ব্যবহৃত ছয়টি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। অন্যদিকে একটি ভেকু মেশিন অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমিশনার শিবু দাশ কালবেলাকে বলেন, গভীর রাতে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটজনকে ছয় মাসের কারাদণ্ড ও ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে।