Homeবিনোদনজেফারের নতুন গান ‘তীর’

জেফারের নতুন গান ‘তীর’


ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার আর সংগীত আয়োজন করেছেন মার্ক ডন। সেই গানের রেশ থাকতেই গতকাল নতুন গান উপহার দিলেন জেফার। গানের নাম ‘তীর’।

জেফার রহমান। ছবি: সংগৃহীত
জেফার রহমান। ছবি: সংগৃহীত

গতকাল জেফারের ইউটিউব চ্যানেল প্রকাশিত হলো তীর গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির। ২৬ এপ্রিল শনিবার ফেসবুকে গানের পোস্টার শেয়ার করেছেন শিল্পী। গতকাল ইউটিউবে প্রকাশ করলেন গানের ভিডিও। মিউজিক ভিডিওর কনসেপ্ট ও ক্রিয়েটিভ ডিরেকশন দিয়েছেন জেফার। দেখো স্টুডিওজের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পার্থ শেখ। কোরিওগ্রাফি করেছেন টিজে ফাইজা।

জেফারের ইউটিউব চ্যানেল প্রকাশিত হলো তীর গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির।

জেফার জানিয়েছেন, ভয়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করে গানটি বেঁধেছেন তাঁরা। ২০২১ সালে গানটির কাজ শুরু করেছিলেন জেফার। ওই বছর সুর দেওয়া শুরু করলেও শেষ করা যায়নি কাজ। গত বছর পুরো গানটির সুর ও সংগীত শেষ করেছেন। চার বছর পর এবার মিউজিক ভিডিওসহ প্রকাশ করলেন। জেফারের প্রত্যাশা, অনেক যত্নে গড়া গানটি মন জয় করবে সবার।

দাগির পাশাপাশি এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’ ওয়েব সিরিজেও ‘বৈয়াম পাখি ২’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেফার। তাঁর সঙ্গে গেয়েছেন সিরিজের নামভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। গান গাওয়ার পাশাপাশি শিহাব শাহিন পরিচালিত সিরিজটিতে অভিনয়ও করেছেন জেফার। এর আগে গত বছর ‘লাস্ট ডিফেন্স অব মনোগামী’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। চরকিতে প্রকাশিত সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত