[ad_1]
অতি উচ্চতায় শরীরে প্রাকৃতিকভাবে এই প্রক্রিয়া শুরু করার জন্য পর্বতারোহীদের একাধিকবার পর্বতে ওঠানামা করতে হয়। এর মাধ্যমে শরীর স্বল্প অক্সিজেনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভ্যস্ত হয়ে ওঠে।
জেনন গ্যাসের সাহায্যে কম সময়ে শরীরে এই প্রক্রিয়া ঘটানো যায় বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, অভিযান শুরুর ঠিক আগে দিয়ে খুব সাবধানে নিয়ন্ত্রিত মাত্রায় জেনন গ্যাস প্রশ্বাসে টেনে নিলে অভিযোজন প্রক্রিয়া দ্রুত করা এবং স্বল্প অক্সিজেনের সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নেওয়া সম্ভব।
ফুর্টেনবাখ বলেছেন, তিনি আগের কয়েকটি অভিযানে নিজের ওপর সফলভাবে জেনন গ্যাসের পরীক্ষা করেছেন।
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক তেমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সম্প্রতি একটি বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতিগত পর্যালোচনায় এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি যে জেনন গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে তা মানবদেহে ইপিওর কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
[ad_2]
Source link