Homeবিনোদনপাকিস্তানে হানিয়া আমিরকে পানির বোতল পাঠাল ভারতীয় তরুণ

পাকিস্তানে হানিয়া আমিরকে পানির বোতল পাঠাল ভারতীয় তরুণ


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।

ভারতের পানিপ্রবাহ বন্ধ করার হুমকি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে আখ্যা দিয়েছে। তবে এই যুদ্ধাবস্থা দুই দেশের মানুষের মধ্যকার রসবোধকে দমিয়ে রাখতে পারেনি। তারই সর্বশেষ নজির যেন, ভারতীয় তরুণের পক্ষ থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে পানির বোতল উপহার পাঠানোর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় পানি সংকটের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান এমন আশঙ্কা করছে ইসলামাবাদ। কঠোর বার্তা জানিয়ে পাকিস্তান বলেছে, ভারত যদি পানি সরবরাহ বন্ধ করে দেয়, তা হলে তা হবে ‘যুদ্ধ ঘোষণার শামিল।’ তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক প্রতিক্রিয়া ও হাস্যরসের ঢেউ উঠেছে।

এই প্রেক্ষাপটে ভারতের একটি ভাইরাল ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের অভিনেত্রী ও ইউটিউবার হানিয়া আমিরের নামে বোতলজাত পানি পাঠানো হচ্ছে। হানিয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখের বেশি, আর ইনস্টাগ্রামে অনুসরণকারী ১ কোটি ৮০ লাখেরও বেশি।

ভিডিওটি সম্ভবত ভারতের কোনো স্থানীয় কুরিয়ার সার্ভিস সেন্টারে ধারণ করা হয়েছে। সেখানে একটি পার্সেলের গায়ে লেখা, ‘টু: হানিয়া আমির, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান। ফ্রম: ইন্ডিয়া।’ বাক্সের ভেতরে ডজনখানেক পানির বোতল রাখা দেখা যায়। ভিডিও ধারণকারী এক ব্যক্তি বলতে শোনা যায়, ‘এই ছেলেটা আজ একটা পার্সেল এনেছে, আর দেখো এটা কার জন্য! হানিয়া আমিরের জন্য। আর দেখো এর ভেতরে কী আছে—পানির বোতল!’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত