সম্প্রতি বহিষ্কারাদেশের চিঠি নিজ নিজ বিভাগে পাঠায় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশের চিঠি ইতিহাস বিভাগে পাঠানো হয়েছে। ওই তালিকায় বিভাগটির মোট ১২ জন শিক্ষার্থীর নামপরিচয় উল্লেখ রয়েছে। এর মধ্যে প্রথম নামটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা মৃত শামীম মোল্লার নাম। ওই চিঠিতে শামীম মোল্লার নামের পাশে ব্র্যাকেটে ‘মৃত’ লেখা রয়েছে। বিষয়টি ঘিরে ইতিমধ্যে ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের শাস্তি দিয়েছে। সেই তালিকায় একজন মৃত মানুষকেও সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। মৃত ব্যক্তিকে কীভাবে বহিষ্কার করা হতে পারে। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না।