Homeবিনোদনরুবেলের মৃত্যুর গুজব, সোহেল রানার হুঁশিয়ারি

রুবেলের মৃত্যুর গুজব, সোহেল রানার হুঁশিয়ারি


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।

রুবেলের মৃত্যুর খবর শোনার পর গতকাল মঙ্গলবার ফেসবুকে সোহেল রানা লেখেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি আবারও এমন ধরনের বাজে কথা কেউ প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরে আরেক পোস্টে সোহেল রানা লেখেন, ‘অমানুষের বাচ্চারা সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’ সোহেল রানার এমন পোস্টের পর অনেকে তাঁকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যাঁরা এ ধরনের খবর প্রচার করেছেন, তাঁদের প্রতি নিন্দাও জানিয়েছেন।

‘লড়াকু’ সিনেমা দিয়ে ১৯৮৬ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে রুবেলের। এরপর তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। বাংলা সিনেমায় কুংফু, কারাতে, মার্শাল আর্টের অ্যাকশন তিনিই জনপ্রিয় করেছেন। দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও চলতি বছরে নাম লিখিয়েছেন ওটিটিতে। অভিনয় করেছেন রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত