আমরা সচরাচর অন্যের রেড ফ্ল্যাগ খুঁজতেই ব্যস্ত। সঙ্গীর মধ্যে, বন্ধু বা সহকর্মী অথবা আত্মীয়স্বজনের ভেতরকার রেড ফ্ল্যাগ আমাদের আলোচনার অংশ হয়ে ওঠে। তবে কখনো কি নিজের রেড ফ্ল্যাগগুলো খুঁজে দেখেছেন? সেসব শুধরে নেওয়ার চেষ্টা করেছেন? মিলিয়ে দেখুন তো, এই রেড ফ্ল্যাগগুলো আপনার ভেতরে আছে কি না।