[ad_1]
কখনো দেখা যাচ্ছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে, তো কখনো পদ্মা নদীর মাঝে, আবার বাইক নিয়ে রাস্তা দিয়ে সাধারণ জনগণের মধ্য দিয়েই হাঁটছেন। এমন কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সম্প্রতি। যেই ভিডিও এবং ছবিতে ওপরের লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে, যা আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাওয়া বিগ বাজেট সিনেমা ‘তাণ্ডব’-এর ফাঁস হওয়া লুক।
যাতে দেখা যায়, শাকিব খান রাজবাড়ী থেকে রাস্তায় রোমান্স করছেন সাবিলার সঙ্গে, যা আবার ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন উৎসুক জনতা। তাই মুক্তির আগেই চরিত্রের এমন লুক ফাঁস হওয়া নিয়ে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে।
রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে ‘তাণ্ডব’-এর। সেখানে ফাঁস হওয়া লুকে শাকিবকে দেখা যায় ছোট চুলে এবং সাবিলাকে দেখা যায় একদম সাধারণ লুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আরও এক নায়িকার অভিনয় করার কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন না তিনি। মে মাসের প্রথম সপ্তাহে টিজার প্রকাশ করা হবে। নায়িকার বিষয়ে তখন সবাই জানতে পারবেন বলে জানান তিনি।
গেল ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।
[ad_2]
Source link