Homeবিনোদননেহাকে নিয়ে নতুন বিতর্ক | কালবেলা

নেহাকে নিয়ে নতুন বিতর্ক | কালবেলা


বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার একটি কনসার্ট ঘিরে চরম বিতর্কের মুখে পড়েছেন। কনসার্টে দেরি এবং অশ্রুসিক্ত বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা, পারিশ্রমিক না দেওয়া এবং অনভিপ্রেত আচরণের অভিযোগ তোলেন।

নেহার দাবিতে উঠে আসে, আয়োজকরা তার ব্যান্ড সদস্যদের খাবার ও পানির ব্যবস্থা করেননি এবং তার সঙ্গে করা মৌলিক চুক্তিগুলোও রক্ষা করেননি। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘যেখানে শিল্পীকে সম্মান দেওয়ার কথা, সেখানে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।’

তবে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজক দলের সদস্য বিক্রম সিং রন্ধাওয়া এবার মুখ খুলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নেহা কক্কর অনুষ্ঠানে সময়মতো আসেননি। কনসার্ট শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, কিন্তু তিনি হাজির হন রাত ১০টায়। এতে করে ৭০০ জনের বেশি দর্শক ক্ষুব্ধ হয়ে পড়েন, যারা সময়মতো এসে ৩০০ অস্ট্রেলিয়ান ডলারে টিকিট কেটেছিলেন।’

এরপর রন্ধাওয়া আরও বলেন, ‘নেহাকে তার পারিশ্রমিক পূর্ণমাত্রায় কনসার্টের আগেই দেওয়া হয়েছিল এবং তার চাহিদা অনুযায়ী বিলাসবহুল আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল।’ তিনি দাবি করেন, অনুষ্ঠানে দর্শক সংখ্যা দেখে নেহা পারফর্ম করতে অস্বীকৃতি জানান। এরপর নেহা আমাদের বলেন, ‘শুধু ৭০০ জন? এই জায়গাটা না ভরা পর্যন্ত আমি পারফর্ম করব না। এত বড় প্রোডাকশনের এই আয়োজনে কোনো ঘাটতি ছিল না। যে অভিযোগগুলো তিনি তুলেছেন, সেগুলোর বাস্তব ভিত্তি নেই বলেই আমাদের কাছে প্রমাণ আছে।’

আয়োজকদের এমন বক্তব্যের পর আবারও এই গায়িকাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত