Homeখেলাধুলামাঠের বাইরেও ‘এল ক্লাসিকো’! | কালবেলা

মাঠের বাইরেও ‘এল ক্লাসিকো’! | কালবেলা

[ad_1]

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক এল ক্লাসিকো অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। চলতি মৌসুমে তিন মোকাবিলায় সবগুলো ম্যাচই হারতে হয়েছে। তিন ম্যাচের সম্মিলিত স্কোরলাইন ১২-৪। মাঠের লড়াইয়ে ক্রমাগত নাকাল হওয়া মাদ্রিদের জায়ান্টরা বাইরেও এল ক্লাসিকো মঞ্চ প্রস্তুত করছে!

মঞ্চটা হচ্ছে দলবদল বাজার। বার্সেলোনা দীর্ঘদিন ধরে জার্মান সেন্টারব্যাক জোনাথন তাহকে চাচ্ছে। ২৯ বছর বয়সী বায়ার লেভারকুসেন ডিফেন্ডারকে দলে ভেড়ানোর দৌড়ে শামিল হয়েছে রিয়াল মাদ্রিদও। শুধু শামিল হওয়া নয়, জার্মান জাতীয় দলের সেন্টারব্যাকের সার্ভিস পাওয়ার দৌড়ে বরং এগিয়ে রাখা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সেটা কোচ জাবি আলোনসোর কারণে। রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক মিডফিল্ডারের বায়ার লেভারকুসেন ছেড়ে রিয়ালের ডাগআউটে আসার সম্ভাবনা প্রবল। এ কোচের সঙ্গে জোনাথন তাহকে রিয়াল মাদ্রিদে দেখার সম্ভাবনাই বেশি—এমনটাই মনে করা হচ্ছে।

মাদ্রিদ সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে পরিচিত ডিয়ারিও এএস প্রকাশিত খবর অনুযায়ী, গ্রীষ্মে বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্যাম্প ন্যু বোর্ডের সঙ্গে একটি প্রাক-চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন জোনাথন তাহ। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কয়েক মাস পরও চুক্তির তেমন অগ্রগতি দেখা যায়নি। বার্সেলোনার খেলোয়াড় নিবন্ধন সংক্রান্ত সমস্যা প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর জন্য সুযোগ তৈরি করেছে, যার অন্যতম বায়ার্ন মিউনিখ। এএস প্রকাশিত খবর বলছে, আগামী মৌসুমে জোনাথন তাহর সার্ভিস নিশ্চিত করার দৌড়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে রিয়াল মাদ্রিদও যুক্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর সম্ভাব্য আগমন যখন সময়ের অপেক্ষা, তখন জোনাথন তাহ সান্তিয়াগো বার্নাব্যুর অফিসে সম্ভাব্য নতুন খেলোয়াড়দের তালিকায় প্রবেশ করেছেন। ম্যানেজারের অনুমোদনও রয়েছে তার নামের প্রতি।’

এদিকে এডার মিলিতাও, ডেভিড আলাবা ইনজুরিতে। রক্ষণ নিয়ে জটিলতার মধ্যে রয়েছে রিয়াল। নতুন মৌসুমের আগে খেলোয়াড় কেনায় অগ্রাধিকার পাচ্ছে রক্ষণভাগ। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমে ইতিবাচক খবর প্রকাশিত হলেও আপনাকে মনে রাখতে হবে, জোনাথন তাহর বয়স কিন্তু ২৯!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত