[ad_1]
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:২৪, ২ মে ২০২৫

চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যার বিচার ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রকাশ চিন্ময় প্রভুর জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্যদিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। বক্তারা আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, যুগ্ম সদস্য সচিব মোসদালিফা অভি, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সংগঠক আরিফুল ইসলাম, আইনজীবী জমির উদ্দিন, আলিফের চাচাতো ভাই আদনান হোসেন, রিদোয়ান হোসেন, সাজ্জাদ হোসেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
[ad_2]
Source link