Homeখেলাধুলাফিদের স্বীকৃতি পেলেন ওয়াদিফা | কালবেলা

ফিদের স্বীকৃতি পেলেন ওয়াদিফা | কালবেলা


এশিয়ান জোনাল (৩.২) দাবায় কোনো ফিদে মাস্টার চ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব পান। এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হওয়ার পর মার্চে আইএম হওয়ার শর্ত পূরণ করেছিলেন ওয়াদিফা আহমেদ। এতদিন আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিদে) স্বীকৃতির প্রতীক্ষা ছিল। ফিদের স্বীকৃতি পাওয়া ওয়াদিফা এখন নারী আইএম।

এ নিয়ে চতুর্থ নারী আইএম পেল বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথমবারের মতো এ খেতাব পেয়েছিলেন রানী হামিদ। পরবর্তী সময়ে স্বীকৃতি পান শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিন। চার নারী আইমের মধ্যে শামীমা আক্তার লিজা বর্তমানে প্রবাস জীবনে আছেন। বাকিরা দাবা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছেন। রানী হামিদ সর্বশেষ অলিম্পিয়াডে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

২০১১ সালে ২২ বছর বয়সে নারী আইএম স্বীকৃতি পেয়েছিলেন শামীমা আক্তার লিজা। ২০১৯ সালে এ স্বীকৃতি পান শারমিন সুলতানা শিরিন। ১৭ বছর বয়সে আইএম খেতাব পেলেন ওয়াদিফা আহমেদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত