Homeদেশের গণমাধ্যমেসেদিন সাকিবকে কী উপদেশ দিয়েছিলেন জানালেন মেজর হাফিজ

সেদিন সাকিবকে কী উপদেশ দিয়েছিলেন জানালেন মেজর হাফিজ

[ad_1]

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার মাঠ ছেড়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিন্দা কুড়িয়েছেন বেশ। বর্তমানে নানা কারণে দেশে আসতে পারছেন না তিনি। অবশ্য দেশের বাইরে থাকা এই ক্রিকেটারকে অবশ্য রাজনীতির এই মাঠে পা রাখার আগেই সাবধান করেছিলেন সাবেক তারকা ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। শনিবার (০৩ মে) এক অনুষ্ঠানে সাকিবকে ঘিরে এমন মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে নতুন সংগঠন ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, ‘সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না। ও তখন আমার কথা শুনলে আজ এই অবস্থায় পড়তে হতো না। এখন তো বাড়িতেই আসতে পারবে না।’

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি উল্লেখ করেন, সাকিবের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তার রাজনীতিতে না আসলেও চলত। ‘বলেছিলাম, তোমার অনেক নাম হয়েছে, এখন রাজনীতি করো না। কারণ, এই দলটি (আওয়ামী লীগ) আর বেশি দিন নেই। তাতে সে রক্ষা পেত,’ বলেন হাফিজ।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রিকেটের আরেক পরিচিত মুখ তামিম ইকবালকেও উপদেশ দিতে ভুল করেননি হাফিজ। মঞ্চে বসে থাকা তামিমের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাকেও বলছি- এই পথ থেকে সাবধান থাকো।’

উল্লেখ্য, মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি নিয়ে আত্মপ্রকাশ করল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত