Homeদেশের গণমাধ্যমেমাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিচারবহির্ভূত এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

শনিবার (৩ মে) বিকালে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে চট্টগ্রাম লালদীঘি চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেন, ‘বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও বিচারের কোনও অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নেই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি।’ 

মুফতি অছিয়র রহমান বলেন, ‘সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেফতার করা হলো না। ৫ আগস্টের মতো পরিস্থিতি আর সৃষ্টি না করতে চাইলে রইস হত্যার বিচার করুন।’

সমাবেশ থেকে রবিবার (৪ মে) ‘মার্চ টু গাজীপুর’ ও ছাত্রসেনা ঘোষিত সোমবার (৫ মে) অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন– অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী। মাস্টার আবুল হোসাইন ও সৈয়দ মুহাম্মদ আবু আজমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন– পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীর অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, পীরজাদা আবদুল করিম কুতুবী, এম সোলাইমান ফরিদ প্রমুখ।

গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা র‌ইস উদ্দিনকে মব ভায়োলেন্সের মাধ্যমে অকথ্য নির্যাতন করা হয়। পরে কারা হেফাজতে তার মৃত্যু হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত