Homeদেশের গণমাধ্যমেকোহলির ব্যাটে ঝড়, শেফার্ডের শেষের তাণ্ডবে বেঙ্গালুরুর ২১৩

কোহলির ব্যাটে ঝড়, শেফার্ডের শেষের তাণ্ডবে বেঙ্গালুরুর ২১৩


শুরুটা করলেন বিরাট কোহলি, শেষটা রোমারিও শেফার্ড। সবমিলিয়ে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ গড়লো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ২১৪।

বিরাট কোহলি, সাদা বলের ক্রিকেটে এক চ্যাম্পিয়নের নাম। তিনি চাইলে একশ স্ট্রাইকরেটে দলকে বাঁচিয়ে খেলতে পারেন, আবার দলের প্রয়োজনে হয়ে যেতে পারেন মারকুটে টি-টোয়েন্টি ব্যাটার।

যেমনটা দেখা গেলো আজ (শনিবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। ১৮৭ প্লাস স্ট্রাইকরেটে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস বের হয়ে এলো বিরাট কোহলির ব্যাট থেকে। যে ইনিংসে সমান ৫টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন চ্যাম্পিয়ন এই ব্যাটার।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কোহলির সঙ্গে উড়ন্স সূচনা করেন জ্যাকব বেথেল। ৬৯ বলে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৩ বলে ৮ চার আর ২ ছক্কায় ৫৫ করে সাজঘরে ফেরত যান বেথেল। কোহলি করেন ৩৩ বলে ৬২।

ভালো শুরু করেও অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত পাডিক্কেল। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৭ করে আউট হন তিনি। এরপর রানের গতি কমে যায় বেঙ্গালুরুর। অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১১ আর জিতেশ শর্মা ফেরেন ৮ বলে মাত্র ৭ করে।

১৮ ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিল ৫ উইকেটে ১৫৯। ১৯তম ওভারে খলিল আহমেদের ওপর চড়াও হন রোমারিও শেফার্ড। একটি নো বলসহ এক ওভারেই ৩৩ রান খরচ করেন এই পেসার। শেফার্ড হাঁকান চার ছক্কা আর দুই বাউন্ডারি।

শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও দুটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন শেফার্ড। ১৪ বলে পূরণ করেন ফিফটি।

পাথিরানা ৩৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত